জাপাসহ জোট প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে জুলাই ঐক্য, পুলিশের বাধা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জাপাসহ জোট প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে জুলাই ঐক্য, পুলিশের বাধা
নির্বাচন কমিশনের উদ্দেশে মার্চ টু ইসি পালন করছে জুলাই ঐক্যের সদস্যরা। ছবি: চরচা

জাতীয় পার্টি (জাপা), ১৪ দল এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটভুক্ত প্রার্থীদের মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয় অভিমুখে যাত্রা করলে মাঝপথে পুলিশ তাদের বাধা দেয়।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা নির্বাচন ভবনের দিকে এগোতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। এ সময় কয়েকজন নেতাকর্মী ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপি জমা দেওয়ার আগে ইসলামিক ফাউন্ডেশনের সামনে বক্তব্য দেন ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ, জাপা, ১৪ দলকে যারা নির্বাচন করতে সুযোগ দেয় তারা ফ্যাসিবাদের পক্ষে। জনতার ভাষা বুঝেন, অবিলম্বে জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করতে হবে।’’

এদিকে জুলাই ঐক্যের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ইসি কার্যালয়ের সামনে অতিরিক্ত ব্যারিকেড বসানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়।

জুলাই ঐক্যের নেতাদের অভিযোগ, জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট জোটের প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন আইনি ও নৈতিক প্রশ্ন উপেক্ষা করেছে। এ কারণে কমিশনের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত