বাংলাদেশ বিমানে আসছেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বাংলাদেশ বিমানে আসছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ফিরছেন।

গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘সবকিছু ঠিক থাকলে’ আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

সালাহউদ্দিন বলেন, “তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জায়গাগুলো যাচাই-বাছাই চলছে। জনদুর্ভোগ যাতে না হয় সেদিকে খেয়াল রেখে যাচাই চলছে।”

২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় সন্তান তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হল, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে তিনিই ভার্চুয়ালি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্পর্কিত