কেরাণীগঞ্জে ট্রাক উল্টে দিনমজুর নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কেরাণীগঞ্জে ট্রাক উল্টে দিনমজুর নিহত
ফাইল ছবি

ঢাকার কেরাণীগঞ্জ বিশ্বরোড এলাকায় ট্রাক উল্টে মোহাম্মদ আরমান (২৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরমান চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চুরানপুর গ্রামের আমিন মিয়ার ছেলে।

নিহতের সহকর্মী মিঠু জানান, তিনি ও আরমান দুজনেই দিনমজুরের কাজ করেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে তারা একটি ট্রাকে করে কাজে যাওয়ার পথে কেরাণীগঞ্জ বিশ্বরোড পেট্রোল পাম্পের পাশে হঠাৎ ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক থেকে ছিটকে পড়ে আরমান গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আরমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত