ভারতকে বাধাহীন তেল দিতে চায় রাশিয়া: পুতিন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভারতকে বাধাহীন তেল দিতে চায় রাশিয়া: পুতিন
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। ছবি: এক্সের সৌজন্যে

ভারতের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে দেশটিতে জ্বালানি তেল সরবরাহে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক বিবৃতিতে মোদি বলেন, এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে ভারত ও রাশিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আজ শুক্রবার ভারতের দিল্লিতে হায়দ্রাবাদ হাউজে বৈঠক করেন নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন। এরপরই দুই নেতার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এ ছাড়া যৌথ সংবাদ সম্মেলনেও কথা বলেন তারা।

এর মধ্য দিয়ে ইউক্রেনে রুশ হামলার পর এই প্রথম ভারত সফর করলেন পুতিন। এই সফর দুই দেশের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাশিয়া চাইছে তাদের বাণিজ্য আরও জোরদার করতে। আর ভারত চাইছে অস্ত্র খাতে রাশিয়ার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিতে।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘‘প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও আমার বন্ধু মোদিকে ধন্যবাদ জানায়। ডিনারের সময় মোদির সঙ্গে দারুণ আলাপ হয়েছে। ভারত ও রাশিয়া একসঙ্গে এগিয়ে যাবে–এ নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়।’’

দুই নেতার এই আলোচনা নিয়ে মোদি বলেন, ‘‘সন্ত্রাসবাদ দূর করতে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেটা পেহেলগামে সন্ত্রাসী হামলা হোক কিংবা ক্রোকাস সিটি হলে কাপুরুষের মতো হামলা হোক। ভারত মনে করে, সন্ত্রাসবাদ নির্মূল করতেই হবে।’’

এর আগে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে জ্বালানি ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত ও রাশিয়া।

পুতিনের সঙ্গে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও রুশ ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল ভারত সফর করছে।

সম্পর্কিত