বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল লেবার পার্টি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল লেবার পার্টি
লেবার পার্টির সংবাদ সম্মেলন। ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে বিএনপির মনোমালিন্য আরও প্রকট হয়ে উঠল। এবার বিএনপির সঙ্গে ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ শুক্রবার লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের ফেসবুক পোস্টে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ ঘোষণা এসেছে। এর আগে বেলা ২টায় দলটির নয়া পল্টনের কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭ সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পর গতকাল আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেখানে বিএনপির ঘনিষ্ঠ শরিক হিসেবে পরিচিত দলগুলোর শীর্ষ নেতাদের আসনে দলীয় প্রার্থী দিতে দেখা গেছে। এরপরই লেবার পার্টির পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি পাঠানো হলো।

এ ঘটনাকে প্রতারণামূলক, অমর্যাদাকর ও বেঈমানীপূর্ণ আচরণ আখ্যা দিয়ে লেবার পার্টির বিজ্ঞপ্তিতে বলা হয়, দুঃখজনকভাবে বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ভ্রাতৃত্ব, যৌথ সংগ্রাম ও মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে শরিক দলকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সমমনা দলগুলোকে মাইনাস করে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এ আচরণের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন, অবিশ্বাস ভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে। এমন কর্মকাণ্ডে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তিই তাদের ওপর আস্থা রাখতে পারবে না। এ দায় সম্পূর্ণ বিএনপির।

এতে আরও বলা হয়, ‘‘আমরা শুনেছি, বিএনপি টাকার বিনিময়ে অযোগ্য, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছে। এমন কর্মকাণ্ড বিএনপির নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্রকে আরও দুর্বল করেছে।’’

সম্পর্কিত