হাদিকে গুলি করা ফয়সালের বিদেশে পালানোর তথ্য নেই: ডিএমপি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদিকে গুলি করা ফয়সালের বিদেশে পালানোর তথ্য নেই: ডিএমপি
ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি: চরচা

রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম। এ ছাড়া ওই মোটরসাইকেলের চালক ছিলেন মোহাম্মদ আলমগীর শেখ। ঘটনার পর তারা বিদেশে পালিয়ে গেছেন—এমন কোনো তথ্য এখনও নিশ্চিত পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম।

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট ডিয়ার টাওয়ারের সামনে মোটরসাইকেল আরোহী দুইজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।

হেলমেট পরিহিত অবস্থায় হামলাকারীরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে হাদি গুরুতর আহত হন এবং বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতোমধ্যে হামলাকারী দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গুলি করেছে ফয়সাল করিম এবং মোটরসাইকেল চালক ছিলেন মোহাম্মদ আলমগীর শেখ।

পুলিশ জানায়, হামলার সময় সন্দেহভাজনরা হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে করে এসে গুলি চালায়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিক তদন্তে মোট তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলের মালিক মান্নানকে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, “আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত সন্দেহভাজনদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে এবং তার পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন রেকর্ড অনুযায়ী, ফয়সালের সর্বশেষ বিদেশযাত্রা ছিল গত জুলাই মাসে—তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। এরপর আর কোনো ডিপার্চারের তথ্য নেই।’’

সম্পর্কিত