চরচা ডেস্ক

খ্যাতনামা আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে তাকে আটক করা হয়। খবর রয়টার্সের।
লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানিয়েছেন, রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে নিজ বাড়ি থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও ৬৮ বছর বয়সী মিশেলের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, পাশের বাড়িতে থাকা তাদের মেয়ে রোমিই প্রথমে বাবা-মায়ের মরদেহ দেখতে পান।
বিবিসি বলছে, এ ঘটনার পরপরই ৩২ বছর বয়সী নিক রাইনারকে গত রোববার রাতে হেফাজতে নেয় পুলিশ। কারাগারের নথিপত্রে শুরুতে তার জামিনের জন্য ৪০ লাখ ডলার ধার্য করার কথা উল্লেখ থাকলেও পরে তাকে জামিন অযোগ্য হিসেবে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ম্যাকডনেল নিশ্চিত করেন, বাবা-মাকে হত্যার ঘটনায় নিকের বিরুদ্ধে খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।
হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন রব রাইনার। ১৯৭০ এর দশকে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রাইনার। পরে তিনি ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’ এবং ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র পরিচালনা করেন।
রব রাইনারের ছেলে নিক পেশায় চিত্রনাট্যকার। ২০১৫ সালে বাবার সঙ্গে মিলে 'বিয়িং চার্লি' নামের একটি সিনেমা লিখেছিলেন তিনি। সিনেমাটি ছিল নিকের নিজের মাদকাসক্ত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। মাত্র ২২ বছর বয়সের মধ্যে ১৭ বারের বেশি রিহ্যাবে (মাদক নিরাময় কেন্দ্র) যেতে হয়েছিল তাকে।

খ্যাতনামা আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে তাকে আটক করা হয়। খবর রয়টার্সের।
লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানিয়েছেন, রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে নিজ বাড়ি থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও ৬৮ বছর বয়সী মিশেলের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, পাশের বাড়িতে থাকা তাদের মেয়ে রোমিই প্রথমে বাবা-মায়ের মরদেহ দেখতে পান।
বিবিসি বলছে, এ ঘটনার পরপরই ৩২ বছর বয়সী নিক রাইনারকে গত রোববার রাতে হেফাজতে নেয় পুলিশ। কারাগারের নথিপত্রে শুরুতে তার জামিনের জন্য ৪০ লাখ ডলার ধার্য করার কথা উল্লেখ থাকলেও পরে তাকে জামিন অযোগ্য হিসেবে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ম্যাকডনেল নিশ্চিত করেন, বাবা-মাকে হত্যার ঘটনায় নিকের বিরুদ্ধে খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।
হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন রব রাইনার। ১৯৭০ এর দশকে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রাইনার। পরে তিনি ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’ এবং ‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র পরিচালনা করেন।
রব রাইনারের ছেলে নিক পেশায় চিত্রনাট্যকার। ২০১৫ সালে বাবার সঙ্গে মিলে 'বিয়িং চার্লি' নামের একটি সিনেমা লিখেছিলেন তিনি। সিনেমাটি ছিল নিকের নিজের মাদকাসক্ত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। মাত্র ২২ বছর বয়সের মধ্যে ১৭ বারের বেশি রিহ্যাবে (মাদক নিরাময় কেন্দ্র) যেতে হয়েছিল তাকে।