লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তাসহ নিহত ৫
ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের দৃশ্য। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার ওই ইসরায়েলের সেনাবাহিনী এ খবর জানিয়েছে।

পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর নিহত নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ ছিলেন। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি বহুতল আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।

আল-তাবতাবাইতের নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ কামাতি বলেন, এই হামলার প্রতিক্রিয়া জানানো হবে কি না এবং কীভাবে হবে, হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব সেই সিদ্ধান্ত নেবে।

যুক্তরাষ্ট্র ২০১৬ সালে তাবতাবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাকে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের একজন হিসেবে চিহ্নিত করে। তার বিষয়ে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বেড়েছে।

এসব কর্মকাণ্ডের সঙ্গে তাবতাবাই জড়িত ছিলেন বলে অভিযোগ করে ইসরায়েল।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরায়েল। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন সম্প্রতি হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল।

সম্পর্কিত