রিজভীর বক্তব্য অসত্য, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রিজভীর বক্তব্য অসত্য, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ছবি: বাসস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে ‘শিবিরের লোক’ বলে ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করে ডিএমপির কমিশনারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি চরচাকে এসব তথ্য বলেন। ডিএমপি কমিশনার বলেন, “তার (রিজভী) বক্তব্যটা আমি শুনেছি। এটা বোগাস কথাবার্তা, ভুয়া। আমি এমন কোনো কথা বলিনি।”

তিনি জানান, এ বক্তব্যের প্রতিবাদে ইতোমধ্যে একটি রিজয়েন্ডার (প্রতিবাদলিপি) দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, “এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে। সেটি দেখেই আমার বরাতে বোগাস তথ্য ছড়ানো হয়েছে। মিথ্যা তথ্য জনসম্মুখে ছড়ানো হয়েছে।”

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী ডিএমপি কমিশনারের বরাতে ওই মন্তব্য করেন।

এ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, কারও বরাত দিয়ে কোনো বক্তব্য দেওয়ার আগে অনেক সতর্ক থাকা উচিত। এভাবে অসত্য তথ্য প্রচারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধও জানান ডিএমপি কমিশনার।

দুপুরে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “আজকে পুলিশ কমিশনার বলছে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে, সে শিবিরের লোক। এটা তো বিএনপির কোনো নেতার বক্তব্য না। এটা রাষ্ট্রের স্বীকৃত তদন্তকারী সংস্থার কথা।”

ডিএমপি কমিশনারের বরাতে দেওয়া এসব তথ্য ভুয়া ও অসত্য দাবি করে ডিএমপি জানিয়েছে, “উক্ত ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এহেন হীন ও গর্হিত কাজের সাথে জড়িতদের ও শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোন মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারও অনুরোধ করেছে ডিএমপি।

সম্পর্কিত