চরচা ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করা প্রয়োজন, তবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা সমাধান নয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “ বিগত ১৫ বছরে যারা লুটপাট করছে তাদের বিচার করেন, কিন্তু তাদের শিল্প প্রতিষ্ঠান কেন বন্ধ করা হয়েছে? এই বন্ধ হওয়ার কারণে ১৪ লাখ লোক কর্মসংস্থান হারিয়েছেন।”
মির্জা ফখরুল বলেন, “বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে।”
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করা প্রয়োজন, তবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা সমাধান নয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “ বিগত ১৫ বছরে যারা লুটপাট করছে তাদের বিচার করেন, কিন্তু তাদের শিল্প প্রতিষ্ঠান কেন বন্ধ করা হয়েছে? এই বন্ধ হওয়ার কারণে ১৪ লাখ লোক কর্মসংস্থান হারিয়েছেন।”
মির্জা ফখরুল বলেন, “বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে।”
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।