আমেরিকা থেকে এলো আরও ৬১ হাজার টন গম

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকা থেকে এলো আরও ৬১ হাজার টন গম
এমভি লোল্যান্ডস প্যাট্রাশ জাহাজ। ছবি: বাসস

আমেরিকা-বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারকের আলোকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম আমদানি করেছে বাংলাদেশ। সংবাদ সংস্থা বাসস জানায়, গম বহনকারী এমভি লোল্যান্ডস প্যাট্রাশ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ জি টু জি ভিত্তিতে আমেরিকা থেকে গম আমদানি করছে।

এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

আমেরিকা থেকে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত