সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ
ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: চরচা

তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৯) হত্যার প্রতিবাদে ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন তার সহপাঠীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফার্মগেটের উভয়মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় ব্যাপক ভোগান্তির।

শিক্ষার্থীদের ভাষ্য, গত শনিবার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কলেজ ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উচ্চ মাধ্যমিকের তিন শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের মধ্যে সাকিবুল চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মারা যান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কলেজ ছাত্রদলের সভাপতি তরুণ ও সাধারণ সম্পাদক সেলিমসহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভে নেমেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের প্রধান ফটকের সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন শতাধিক শিক্ষার্থী। সাড়ে ১০টার দিকে তারা ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ শুরু করেন। এসময় শিক্ষার্থীরা হত্যার প্রতিবাদে স্লোগান দেন ও বিক্ষোভ মিছিল করেন।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “কলেজ শাখা ছাত্রদলের নেতারা ছাত্রাবাসে মাদক সেবন ও বিক্রি করে। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবাদ করায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। তারা আমার ভাই রানাকে কুপিয়ে হত্যা করেছে।”

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে।

শেরে বাংলা থানার এই কর্মকর্তা বলেন, “কলেজ কর্তৃপক্ষ দেওয়া বক্তব্যে শিক্ষার্থীরা অসন্তুষ্ট হয়ে আজকের কর্মসূচিতে নেমেছে।”

গত শনিবার রাতে ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের সাকিবুল হাসান, হৃদয় আহমেদ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত গুরুতর আহত হন। পরে অবস্থার অবনতি হলে সাকিবুলকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পর্কিত