ভোটের তফসিল: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কমিশনের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোটের তফসিল: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশন। ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার বেলা সোয়া ১২টার পরে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন। দুপুর ২টার দিকে তারা বঙ্গভবন থেকে বের হন।

সাংবাদিকরা কথা বলতে চাইলেও তাতে সাড়া দেননি নাসির কমিশনের সদস্যরা।

ভোটের আগে সর্বোচ্চ আনুষ্ঠানিকতা তফসিল ঘোষণা, যেখানে ভোটের তারিখসহ যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারিত থাকে। আর তফসিলের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সাক্ষাৎ শেষে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রীতি হিসেবে পালন করে আসছে নির্বাচন কমিশন (ইসি)।

সংসদ ভোটের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫’ বাস্তাবায়নের গণভোট আয়োজনে অন্তর্বতী সরকারের নির্দেশনা পেয়েছে ইসি। গণভোটের জন্য প্রণয়ন করা হয়েছে আইন ও বিধি।

এদিকে, আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

বুধবার বিকেলেই সিইসির ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।

সিইসির ভাষণ রেকর্ডের পাশাপাশি সরাসরি সম্প্রচারেরও নজির রয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। বিতর্কিত নির্বাচন আয়োজনে অভিযুক্ত এই সিইসি ওই মাসেরই ১৫ তারিখ সরাসরি সম্প্রচারে তফসিল ঘোষণা করেছিলেন।

সম্পর্কিত