চরচা প্রতিবেদক

মধ্যরাতে সিলেটসহ আশপাশের অঞ্চলে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আজ বৃহস্পতিবার অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে সিলেট ও আশপাশের এলাকায় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিলেটের বিয়ানীবাজার। ৩ দশমিক ৫ মাত্রার মৃদু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আবহাওয়া অফিস থেকে ২১৬ কিলোমিটার দূরে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল মৌলভীবাজারের বড়লেখায়। ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আবহাওয়া অফিস থেকে ২১৭ কিলোমিটার দূরে।
এদিকে, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সিলেটে হওয়া প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

মধ্যরাতে সিলেটসহ আশপাশের অঞ্চলে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আজ বৃহস্পতিবার অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে সিলেট ও আশপাশের এলাকায় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিলেটের বিয়ানীবাজার। ৩ দশমিক ৫ মাত্রার মৃদু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আবহাওয়া অফিস থেকে ২১৬ কিলোমিটার দূরে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল মৌলভীবাজারের বড়লেখায়। ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আবহাওয়া অফিস থেকে ২১৭ কিলোমিটার দূরে।
এদিকে, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সিলেটে হওয়া প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।