২৪ ঘণ্টায়ও শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি

২৪ ঘণ্টায়ও শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি
রাজশাহীতে নলকূপের গর্তে পড়েছে দুই বছরের শিশু, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চলছে। ছবি: চরচা

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে শিশু সাজিদ তার মায়ের পেছন পেছন হাঁটার সময় আট ইঞ্চি ব্যাসের ওই গভীর গর্তে পড়ে যায়। সাজিদ তানোরের রাকিবুল ইসলামের ছেলে। স্থানীয় কছির উদ্দিনের জমিতে প্রায় বছরখানেক আগে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য খনন করা হয়েছিল। এলাকাটি উচ্চ খরাপ্রবণ হওয়ায় ১২০-১৩০ ফুট গভীরেও পানি না পাওয়ায় নলকূপটি আর বসানো হয়নি।

গর্তে ক্যামেরা নামিয়েও শিশুটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এরপর বুধবার বিকেল থেকে ওই সরু গর্তের পাশে তিনটি স্কেভেটর দিয়ে খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ভোরের দিকে ৪০ ফুট গভীর পর্যন্ত গর্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে মূল সরু গর্তে পৌঁছানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা পার্শ্ববর্তী এই ৪০ ফুট গভীর গর্ত থেকে সুড়ঙ্গ (টানেল) করার কাজ করছেন।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। গর্ত কাটা শেষে এখন সুড়ঙ্গ কাটা হচ্ছে।

সম্পর্কিত