রাজধানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
রাজধানীর লালবাগে মো. হোসেনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: চরচা

রাজধানীর লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে পূর্ব শত্রুতার জেরে মো. হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নে্ওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হোসেন পেশায় ইমিটেশন গহনার কারখানার কর্মী ছিলেন। পরিবারের সঙ্গে তিনি লালবাগের শহীদ নগর এলাকায় ভাড়া থাকতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরিবার জানায়, কর্মস্থল ও সংসার মিলিয়ে একদম সাধারণ জীবনযাপন করতেন হোসেন।

নিহতের বোন রিনা আক্তার বলেন, ‘’গতকাল একই এলাকার আবির ও নীরব নামে দুই যুবকের মধ্যে লাঠি নিয়ে একটি ঝগড়া হয়। ওই সময় হোসেন তাদের ঝগড়া থামাতে গেলে আবির ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে হোসেন তার কাছে গিয়ে ক্ষমাও চান। কিন্তু ঘটনার পরদিন আজ বেলা সাড়ে তিনটার দিকে আবির সুযোগ বুঝে গলিতে একা পেয়ে হোসেনের বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।‘’

রিনা আক্তার জানান, আবির ওই এলাকার স্থানীয় বাড়িওলার ছেলে এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার কারণে আগে এলাকায় প্রভাব খাটাত। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসে। ফিরে এসেই আমার ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ‘’প্রাথমিকভাবে ঘটনাটি পূর্ব শত্রুতাজনিত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।‘’

সম্পর্কিত