মাচাদো তো নোবেল দিয়ে দিলেন, ট্রাম্প কি রাখতে পারবেন?

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাচাদো তো নোবেল দিয়ে দিলেন, ট্রাম্প কি রাখতে পারবেন?
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ছবি: রয়টার্স

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার স্বাধীনতার সংগ্রামে সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তার নোবেল পদকটি তুলে দিয়েছেন। ট্রাম্প ভেনেজুয়েলার এই বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে তাকে একজন চমৎকার নারী হিসেবে অভিহিত করেছেন।

মাচাদোর এই উপহারকে ট্রাম্পের বিশেষ অনুগ্রহ লাভের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট আপাতত ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

এবিসি নিউজকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন যে, ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন। তবে নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, নোবেল শান্তি পুরস্কারটি মাচাদোরই থাকবে এবং এটি ট্রাম্পের নামে স্থানান্তরিত করা যাবে না।

নোবেল নিয়মে যা বলা আছে

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবং নোবেল কমিটির তথ্য অনুযায়ী, একবার নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হলে তা অন্য কাউকে হস্তান্তর করা, ভাগ করে নেওয়া বা দেওয়া যায় না। এটি আলফ্রেড নোবেলের উইলে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের সংবিধির একটি মৌলিক নীতি।

যদিও একজন বিজয়ী পদক বা অর্থ দিয়ে যা খুশি তা করতে পারেন। তবে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের আনুষ্ঠানিক উপাধি এবং সম্মান চিরকাল মনোনীত বিজয়ীর কাছেই থাকে। অন্য কোনো ব্যক্তির কাছে তা স্থানান্তর করা সম্ভব নয়।

এর অর্থ হলো মাচাদোই ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের আনুষ্ঠানিক বিজয়ী হিসেবে থাকছেন। ট্রাম্প মাচাদোর দেওয়া পদকটি নিজের কাছে রাখতে বা প্রদর্শন করতে পারেন, কিন্তু তিনি এর মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়ে যাবেন না।

নোবেল পদক দেখতে কেমন

নোবেল শান্তি পুরস্কারের পদকটি একটি সোনার চাকতি, যা ৬৬ মিমি চওড়া এবং ওজন ১৯৬ গ্রাম। এর সামনের দিকে আলফ্রেড নোবেলের প্রতিকৃতি রয়েছে এবং পেছনের দিকে ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে তিনজন নগ্ন পুরুষ একে অপরের কাঁধ ধরে আছেন। এই নকশাটি ১২০ বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে।

অন্যান্য নোবেল পদক, যা হাতবদল হয়েছে

পুরস্কার প্রদানের পর কিছু পদক হাতবদল হয়েছে। দিমিত্রি মুরাতভের ২০২১ সালের নোবেল শান্তি পদকটি ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার জন্য নিলামে ১০ কোটি ডলারের বেশি দামে বিক্রি করা হয়েছিল। নোবেল পিস সেন্টারে নরওয়ের প্রথম শান্তি পুরস্কার বিজয়ী ক্রিশ্চিয়ান লুস ল্যাঞ্জের একটি পদক রয়েছে। এটি ল্যাঞ্জের পরিবারের কাছ থেকে ধার করে নেওয়া হয়েছে।

নোবেল শান্তি পুরস্কার কি বাতিল করা যায়?

নোবেল শান্তি পুরস্কার বাতিল করা যায় না। আলফ্রেড নোবেলের উইল বা নোবেল ফাউন্ডেশনের সংবিধি—কোনোটিতেই এর সুযোগ নেই। একবার বিজয়ীর নাম ঘোষণা করা হলে সেই সিদ্ধান্ত চূড়ান্ত এবং স্থায়ী। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুধুমাত্র পুরস্কার প্রদানের আগ পর্যন্ত প্রার্থীদের মূল্যায়ন করে এবং পরবর্তী সময়ে বিজয়ীদের কর্মকাণ্ড বিচার করে না।

ভেনেজুয়েলায় ‘গণতান্ত্রিক অধিকার প্রচার’ এবং দেশকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টার জন্য মাচাদো গত বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। ২০২৫ সালের অক্টোবরে যখন পুরস্কারটি ঘোষণা করা হয়, তখন মাচাদো এই পুরস্কারটি ভেনেজুয়েলার জনগণকে এবং ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন।

গত সপ্তাহে মাচাদো বলেছিলেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সাথে ভাগ করতে বা তাকে দিয়ে দিতে চান। এর আগে ট্রাম্প সেনা পাঠিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে তুলে আনেন । চীন, রাশিয়া এবং স্পেনের মতো অনেক আন্তর্জাতিক শক্তি মার্কিন এই অভিযানকে অপহরণ বলে অভিহিত করেছে।

সম্পর্কিত