জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে।

এরইমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্যের’ ২৫৩ আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের দল ইসলামী আন্দোলনের জন্য ৪৭ টি আসন বরাদ্দ রেখেছিল তারা।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। যদিও এর নাম দেওয়া হয়েছে ‘১১–দলীয় নির্বাচনী ঐক‍্য’।

সব ইসলামি ভোট এক বাক্সে আনতে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ইসলামী দলগুলোকে একত্রিত করার উদ্যোগ নেয়। পরে জামায়াতসহ ৮ দল জোটভুক্ত হয়। পরের ধাপে এনসিপি ও এলডিপি এবং এবি পার্টি যুক্ত হলে এটি ১১ দলের জোট হয়। চরমোনাই’র পীরের দল প্রথমে ৮০টি আসন চায়। পরবর্তীতে দেন দরবারের পর ৭০ টিতে নেমে আসে। তবে, সবশেষ তাদের জন্য ৪৭টি আসন রাখায় জোটে তাদের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সম্পর্কিত