ঢামেকসহ সারা দেশে কর্মবিরতিতে বন্ধ ল্যাব, দীর্ঘ অপেক্ষা রোগীদের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢামেকসহ সারা দেশে কর্মবিরতিতে বন্ধ ল্যাব, দীর্ঘ অপেক্ষা রোগীদের
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ছবি: চরচা

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। রোগীদের ভোগান্তি বিবেচনায় পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

গতকাল বুধবারও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। গত ৩০ নভেম্বর ছিল প্রথম দুই ঘণ্টার কর্মবিরতি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ চত্বরে জড়ো হয়ে কর্মসূচিতে অংশ নেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কেন্দ্রীয় কমিটির নেতারা জানান, তাদের গ্রেড উন্নীতকরণের ফাইল দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক যোগাযোগ এবং প্রশাসনিক নির্দেশনা অনুসরণ করেও ‘অজ্ঞাত কারণে’ ফাইল বারবার ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এতে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও নতুন জটিলতা তৈরি হচ্ছে বলেও দাবি তাদের।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের গ্রেড ইতোমধ্যে ১১তম থেকে ১০ম করা হলেও একই যোগ্যতার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও বৈষম্যের শিকার হয়ে আছেন।

কর্মবিরতির কারণে ঢামেক হাসপাতালে রেডিওলোজি বিভাগে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা বন্ধ থাকে। মেডিসিন স্টোরের সামনে ওষুধ নিতে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

রায়েরবাগ থেকে আসা রোগীর স্বজন শিউলি বলেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি, কিন্তু কোনো সেবা পাচ্ছি না। প্রশাসনিক সমস্যার জন্য আমরা রোগীরা কেন কষ্ট পাব?”

জিঞ্জিরা থেকে আসা এনামুল বলেন, “ভোর চারটা থেকে লাইনে। ডাক্তার দেখালেও কোনো টেস্ট করতে পারছি না। গরীব মানুষ বেসরকারি হাসপাতালে যাবে কীভাবে?”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু, যুগ্ম মহাসচিব সাইদুর রহমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসচিব মো. রিপন শিকদার, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সিকদার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতারা।

সম্পর্কিত