সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন: সালাহউদ্দিন আহমেদ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন: সালাহউদ্দিন আহমেদ

দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে শুধু তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমাও প্রার্থনা করেছে দলটি।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ছাড়া আর কেউ বক্তব্য দিবেন না। নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহারের।’’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ১১টা ৫০ মিনিটে অবতরণ করবেন তারেক রহমান; এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মেডিকেল টিম ও ৬ শয্যার ফিল্ড হাসপাতাল থাকবে। থাকবে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স। বিমানবন্দরের যাত্রীদের জন্য হেল্প ডেস্ক থাকবে; ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বেশি কিছু পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত