লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র যত দ্রুত সম্ভব উদ্ধার করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের ২৯৯টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সেসব জায়গায় জেনারেটর বা অন্যান্যভাবে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রে সিসিটিভি নতুন করে বসানো হবে, যেগুলো ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।

নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শফিকুল আলম বলেন, “অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি জোর দিয়ে বলেছেন, ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না, ১২ তারিখেই নির্বাচন হবে।”

সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। যথাসময়ে ভোট হবে এবং রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির আশা করেন তিনি।

প্রেস সচিব বলেন, নতুন চারটি থানা অনুমোদন করা হয়েছে। গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নরসিংদী জেলার রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলায় ‘ভূল্লি’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সম্পর্কিত