চরচা প্রতিবেদক

রীতি মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
আগামীকাল বুধবার বেলা ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণও রেকর্ড করা হবে বুধবার।
বিটিভি ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করলে, সন্ধ্যায়ই তা প্রচার হতে পারে। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আগামীকাল সন্ধ্যায়ই। এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আগামীকাল (বুধবার) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।’’
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম চরচাকে বলেন, ‘‘আগামীকাল (বুধবার) বিটিভি ও বেতার থাকবে, যে কোনো সময় ভাষণ রেকর্ড করা হবে। এর মাঝে কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্ধারিত সময়ে তা প্রচার করা হবে।’’
ভোটের আগে সর্বোচ্চ আনুষ্ঠানিকতা তফসিল ঘোষণা, যেখানে ভোটের তারিখসহ যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারিত থাকে। আর তফসিলের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সাক্ষাৎ শেষে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রীতি হিসেবে পালন করে আসছে নির্বাচন কমিশন (ইসি)।
সংসদ ভোটের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫’ বাস্তাবায়নের গণভোট আয়োজনে অন্তর্বতী সরকারের নির্দেশনা পেয়েছে ইসি। গণভোটের জন্য প্রণয়ন করা হয়েছে আইন ও বিধি।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে।
সিইসির ভাষণ রেকর্ডের পাশাপাশি সরাসরি সম্প্রচারেরও নজির রয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। বিতর্কিত নির্বাচন আয়োজনে অভিযুক্ত এই সিইসি ওই মাসেরই ১৫ তারিখ সরাসরি সম্প্রচারে তফসিল ঘোষণা করেছিলেন।
তফসিল অনুযায়ী গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচন। এর সাত মাস পরেই ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।
ভাষণের একাধিক খসড়া
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। ইসি সূত্রে জানা গেছে, অন্তত দুটি ভাষণের খসড়া তৈরি করা হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা অণুশাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “জনসংযোগ শাখা একটি ভাষণের খসড়া করেছিল। পরে একাধিক খসড়া করা হয়েছে। তবে কোন খসড়াতেই তারিখ (ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ইত্যাদি) বসানো নেই। তারিখ শেষ মুহুর্তে বসানো হবে।’’
তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণ রেকর্ড করা হবে সিইসির কক্ষে। এরপর রেকর্ড করা ভাষণ দেখে ইসি তা সম্প্রচারের নির্দেশনা দেবেন।

রীতি মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
আগামীকাল বুধবার বেলা ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণও রেকর্ড করা হবে বুধবার।
বিটিভি ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করলে, সন্ধ্যায়ই তা প্রচার হতে পারে। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আগামীকাল সন্ধ্যায়ই। এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আগামীকাল (বুধবার) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।’’
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম চরচাকে বলেন, ‘‘আগামীকাল (বুধবার) বিটিভি ও বেতার থাকবে, যে কোনো সময় ভাষণ রেকর্ড করা হবে। এর মাঝে কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্ধারিত সময়ে তা প্রচার করা হবে।’’
ভোটের আগে সর্বোচ্চ আনুষ্ঠানিকতা তফসিল ঘোষণা, যেখানে ভোটের তারিখসহ যাবতীয় কার্যক্রমের সময়সীমা নির্ধারিত থাকে। আর তফসিলের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সাক্ষাৎ শেষে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রীতি হিসেবে পালন করে আসছে নির্বাচন কমিশন (ইসি)।
সংসদ ভোটের পাশাপাশি একই দিনে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) আদেশ-২০২৫’ বাস্তাবায়নের গণভোট আয়োজনে অন্তর্বতী সরকারের নির্দেশনা পেয়েছে ইসি। গণভোটের জন্য প্রণয়ন করা হয়েছে আইন ও বিধি।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে।
সিইসির ভাষণ রেকর্ডের পাশাপাশি সরাসরি সম্প্রচারেরও নজির রয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। বিতর্কিত নির্বাচন আয়োজনে অভিযুক্ত এই সিইসি ওই মাসেরই ১৫ তারিখ সরাসরি সম্প্রচারে তফসিল ঘোষণা করেছিলেন।
তফসিল অনুযায়ী গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচন। এর সাত মাস পরেই ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়।
ভাষণের একাধিক খসড়া
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। ইসি সূত্রে জানা গেছে, অন্তত দুটি ভাষণের খসড়া তৈরি করা হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা অণুশাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “জনসংযোগ শাখা একটি ভাষণের খসড়া করেছিল। পরে একাধিক খসড়া করা হয়েছে। তবে কোন খসড়াতেই তারিখ (ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ইত্যাদি) বসানো নেই। তারিখ শেষ মুহুর্তে বসানো হবে।’’
তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণ রেকর্ড করা হবে সিইসির কক্ষে। এরপর রেকর্ড করা ভাষণ দেখে ইসি তা সম্প্রচারের নির্দেশনা দেবেন।