চায়ের সঙ্গে ধূমপান করলে হতে পারে যেসব রোগ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চায়ের সঙ্গে ধূমপান করলে হতে পারে যেসব রোগ
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি

অনেকেরই চা পান করার সময় ধূমপান করার অভ্যাস আছে। এই সংমিশ্রণ আপনার মানসিক চাপ এবং ক্লান্তি কমালেও, এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

চিকিৎসাবিষয়ক সাময়িকী 'অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন'-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, গরম চা খাদ্যনালীর কোষগুলোকে ক্ষতি করতে পারে এবং চায়ের পাশাপাশি ধূমপান এই ঝুঁকি দ্বিগুণ করে। সময়ের সাথে সাথে, এই অভ্যাসটি ক্যানসারের কারণ হতে পারে। চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ডা. ক্যানকিং ইউ জানান, উচ্চ-তাপমাত্রার চা পান করার পাশাপাশি অ্যালকোহল সেবন বা ধূমপান করলে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে।

এছাড়াও চায়ের সঙ্গে ধূমপান করলে আরও নানা ধরনের রোগ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলুন জেনে নিই, চায়ের সঙ্গে ধূমপানে কী কী রোগ হওয়ার ঝুঁকি থাকে।

এই অভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়ায়, মস্তিষ্ক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

এছাড়া চা সিগারেট একসঙ্গে খেলে গলার ক্যানসার, ফুসফুসের ক্যানসার, নপুংসকতা এবং বন্ধ্যাত্বের ঝুঁকি, পেটের ঘা (আলসার), হাত ও পায়ে ঘা হতে পারে।

সেইসঙ্গে এই অভ্যাস মানুষের স্মৃতিশক্তিও হ্রাস করতে পারে।

তথ্যসূত্র: নিউজ১৮

সম্পর্কিত