চরচা ডেস্ক

আধুনিক কমোডে প্রায় সব ফ্লাশে দুটো বোতাম থাকে। একটি ছোট, অন্যটি বড়।
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এই ফ্লাশে দুটো বাটন থাকে? এগুলোর কাজই বা কী? অনেকে না জেনে দুটো বাটনই ক্লিক করেন। চলুন, আসল কারণ জেনে নিই।
ফ্লাশের বাটন টিপলে এর থেকে পানি বের হয় এবং বর্জ্য পরিষ্কার হয়। একটি কমোডের ট্যাংকে ৬–৯ লিটার পানি থাকে। বড় বোতাম টিপলে পুরো ট্যাংক খালি হয়ে যায়। আর ছোট বোতাম টিপলে বের হয় তিন থেকে চার লিটার পানি।
কিছু ফ্লাশ ট্যাঙ্ক আকারে ছোট বা বড় হতে পারে। এমন পরিস্থিতিতে পানি নিষ্কাশনের ক্ষমতাও এর আকারের ওপর নির্ভর করে।
ফ্লাশের কোন বাটনের কাজ কী?
তরল বর্জ্যের জন্য কেবল কমোডের ছোট বোতাম টিপতে হবে এবং কঠিন বর্জ্যের জন্য কেবল বড় বোতাম টিপতে হবে। দুটো বোতাম একসঙ্গে টেপার কোনো প্রয়োজন নেই।
কমোডে আলাদা দুটি বাটন মূলত ব্যবহার করা হয় পানি সাশ্রয়ের জন্য। যত দিন যাচ্ছে, দুনিয়াজুড়ে সুপেয় পানির পাশাপাশি ব্যবহার্য পানির পরিমাণও কমে আসছে । তাই পানির অপচয় রোধ করাই সর্বোত্তম পন্থা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আধুনিক কমোডে প্রায় সব ফ্লাশে দুটো বোতাম থাকে। একটি ছোট, অন্যটি বড়।
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এই ফ্লাশে দুটো বাটন থাকে? এগুলোর কাজই বা কী? অনেকে না জেনে দুটো বাটনই ক্লিক করেন। চলুন, আসল কারণ জেনে নিই।
ফ্লাশের বাটন টিপলে এর থেকে পানি বের হয় এবং বর্জ্য পরিষ্কার হয়। একটি কমোডের ট্যাংকে ৬–৯ লিটার পানি থাকে। বড় বোতাম টিপলে পুরো ট্যাংক খালি হয়ে যায়। আর ছোট বোতাম টিপলে বের হয় তিন থেকে চার লিটার পানি।
কিছু ফ্লাশ ট্যাঙ্ক আকারে ছোট বা বড় হতে পারে। এমন পরিস্থিতিতে পানি নিষ্কাশনের ক্ষমতাও এর আকারের ওপর নির্ভর করে।
ফ্লাশের কোন বাটনের কাজ কী?
তরল বর্জ্যের জন্য কেবল কমোডের ছোট বোতাম টিপতে হবে এবং কঠিন বর্জ্যের জন্য কেবল বড় বোতাম টিপতে হবে। দুটো বোতাম একসঙ্গে টেপার কোনো প্রয়োজন নেই।
কমোডে আলাদা দুটি বাটন মূলত ব্যবহার করা হয় পানি সাশ্রয়ের জন্য। যত দিন যাচ্ছে, দুনিয়াজুড়ে সুপেয় পানির পাশাপাশি ব্যবহার্য পানির পরিমাণও কমে আসছে । তাই পানির অপচয় রোধ করাই সর্বোত্তম পন্থা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া