আমেরিকায় ‘শাট ডাউন’, চলছে দোষারোপের খেলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকায় ‘শাট ডাউন’, চলছে দোষারোপের খেলা
ছবি: এই দিয়ে তৈরি

আমেরিকার ফেডারেল সরকারের শাটডাউন শুরু হয়েছে। প্রাথমিক বিশ্লেষণ অনুসারে, বিশ্ব অর্থনীতির বাজারগুলো এই ঘটনাকে কার্যত এড়িয়ে চলছে।

বিবিসি বলছে, বিনিয়োগকারীরা বিষয়টিকে একটি সাময়িক ধাক্কা হিসেবে দেখছেন, যার ফলে বাজারগুলো সামগ্রিকভাবে তাদের স্বাভাবিক গতি ধরে রাখার চেষ্টা করছে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শেয়ার বাজারগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা ওয়াশিংটন ডিসির রাজনীতির চেয়ে নিজ নিজ দেশের অর্থনীতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ঘটনার ধারবাহিকতায় জাপানের নিক্কেই ২২৫ সূচকটি প্রায় ১% কমেছে, অন্যদিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখায় নিফটি ৫০ সূচকটি ছিল ঊর্ধ্বমুখী।

গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান স্টক সূচকগুলো অবশ্য উঁচুতে ছিল, যার মধ্যে ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ একটি নতুন রেকর্ডে পৌঁছেছিল।

ব্যবসায়িক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে, প্রতি আউন্স তিন হাজার ৮৭২ মার্কিন ডলারের বেশি মূল্যে রয়েছে। অপরদিকে, অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলার প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মানে পরিবর্তিত হচ্ছে।

অচলাবস্থা শুরুর পর থেকেই ওয়াশিংটনে রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে দোষারোপের তীর ছুঁড়ছে।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে, কংগ্রেসম্যান বিল ফস্টার শাটডউনের জন্য রিপাবলিকানদের দায়ী করে বলেন, “রিপাবলিকানরা আলোচনায় না বসলে দেশের পরিবারগুলোকে এর মূল্য দিতে হবে।”

অপরদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘খুব দুর্বল মানুষ’ বলে অভিহিত করেছেন।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান কনফারেন্স ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা ‘অবৈধ অভিবাসীদেরকে অগ্রাধিকার দিয়ে কঠোর পরিশ্রমী আমেরিকানদের ক্ষতি করছে।’

সম্পর্কিত