জুলাই সনদের কিছু বিষয় এখনো অস্পষ্ট আখতারের কাছে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জুলাই সনদের কিছু বিষয় এখনো অস্পষ্ট আখতারের কাছে
আখতার হোসেন

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তাবায়নের প্রক্রিয়া সংক্রান্ত কিছু বিষয় এখনো অস্পষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফলে সনদ সাক্ষরের মুহুর্তে এসে তা কিছু সংশয় তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনে জরুরি বৈঠকে তিনি বলেন, ‘কিন্তু শেষ মুহূর্তের কিছু বিষয় আমাদের মধ্যে সংশয়ের জায়গা তৈরি করেছে। আসলে জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগ সফল করা সম্ভব নয়। আমরা জুলাই ১৬ তারিখে যে খসড়াটি পেয়েছি, সেখানে ‘নোট অফ ডিসেন্ট’-এর বিষয়গুলো পরিষ্কার করা হয়নি।’

‘নোট অব ডিসেন্ট'গুলোকে একটি সঙ্গার আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নোট অফ ডিসেন্ট’-এর একটি সংজ্ঞা প্রয়োজন, এবং যেভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে, সে পথনকশা স্পষ্ট হওয়া প্রয়োজন।’

আখতার হোসেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য— জুলাই সনদের বাস্তবায়নের পথকে পরিষ্কার করা, তারপরই আমরা সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হবো। সব কিছু পরিষ্কার হওয়ার পর যদি সনদ স্বাক্ষরিত হয়, তবে সেটিই হবে আমাদের সাফল্য।’

সম্পর্কিত