চরচা প্রতিবেদক

সন্ত্রাসী দমন আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এদিন একই মামলায় জামিন পান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চে তাদের জামিন দেন।
জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী জানান, আদালতের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। মিথ্যা মামলায় যারা গ্রেপ্তার রয়েছে এসময় তাদের মুক্তিও চান তিনি।
এদিকে, লতিফ সিদ্দিকীর জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

সন্ত্রাসী দমন আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। এদিন একই মামলায় জামিন পান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চে তাদের জামিন দেন।
জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী জানান, আদালতের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। মিথ্যা মামলায় যারা গ্রেপ্তার রয়েছে এসময় তাদের মুক্তিও চান তিনি।
এদিকে, লতিফ সিদ্দিকীর জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।