এবার কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবার কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯
ভারতের জম্মু কাশ্মীরের একটি থানায় বিস্ফোরণ। ছবি: এক্স থেকে নেওয়া

ভারতের জম্মু কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের ভান্ডারে বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

গতকাল শুক্রবার গভীর রাতে এ বিস্ফোরণ ঘটেছে।

রয়টার্স বলেছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলে কর্মরত ছিলেন। তারা ওই থানায় মজুত করে রাখা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে জানার জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি।

রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র চার দিন পর কাশ্মীরের থানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। দিল্লির ওই বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হন। ভারত সরকার এটিকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।

সম্পর্কিত