নামাজ আদায় করে মামদানির প্রথম সফর শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নামাজ আদায় করে মামদানির প্রথম সফর শুরু
পুয়ের্তো রিকোর মসজিদে মামদানি। ছবি: রয়টার্স

নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম জুমা আদায় করলেন জোহরান মামদানি। আমেরিকার স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় অঞ্চল পুয়ের্তো রিকোর একটি স্থানীয় মসজিদে নামাজ আদায় করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকার নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। এর মধ্য দিয়ে তিনিই হলেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র।

মেয়র নির্বাচিত হওয়ার দুদিন না যেতেই পুয়ের্তো রিকোতে ছুটে আসেন মামদানি। উদ্দেশ্য, সম্মেলনে অংশ নেওয়া। মেয়র হওয়ার পর এটিই তার প্রথম বড় রাজনৈতিক সফর।

এই সফরের সময় পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের একটি মসজিদে ছুটে যান মেয়র মামদানি। সেখানে জুমার নামাজ আদায় করতে দেখা যায় তাকে। সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন তিনি। এ সময় মসজিদে বেশ ভিড় দেখা যায়।

৩৪ বছর বয়সী মেয়রকে সাদরে গ্রহণ করেন স্থানীয়রা। নামাজের পর সবার সঙ্গে কুশল বিনিময় করেন জোহরান। এ ছাড়া খাবার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

পুয়ের্তো রিকোর এই সম্মেলন মামদানির জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। কেননা এতে অংশ নিচ্ছেন নিউইয়র্কের রাজনীতিবিদ, লবিস্ট ও সংশ্লিষ্ট হর্তাকর্তারা।

মামদানি একজন মুসলিম অভিবাসী। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে তার নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য ছিল নিউইয়র্ককে আরও সাশ্রয়ী করা। নির্বাচনী ইশতেহারে তিনি বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে বাসাভাড়া স্থগিত, সবার জন্য বিনা মূল্যে শিশু পরিচর্যাসেবা এবং কম খরচে গণপরিবহন সেবা চালু।

সম্পর্কিত