ওসমান হাদি হত্যাচেষ্টা: মূল আসামি শ্যুটার ফয়সালের ২ বিদেশি পিস্তল উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ওসমান হাদি হত্যাচেষ্টা: মূল আসামি শ্যুটার ফয়সালের ২ বিদেশি পিস্তল উদ্ধার
নরসিংদী থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। ছবি: র‍্যাবের সৌজন্যে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার ছায়াতদন্তে মূল আসামি ফয়সাল করিম মাসুদের দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া অস্ত্র দুটিই ৭.৬৫ এমএম বুলেট ব্যবহারযোগ্য।

হাদির ওপর হামলাতেও একই ধরনের ৭.৬৫ এমএম বুলেট ব্যবহার করা হয়েছিল। তবে উদ্ধার হওয়া অস্ত্রের কোনোটি হামলায় ব্যবহৃত হয়েছে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত নয় র‍্যাব।

গতকাল মঙ্গলবার নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১১ দুটি পিস্তলের পাশাপাশি ৪১ রাউন্ড গুলি উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে একটি বিজ্ঞপ্তিতেও র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, শ্যুটার ফয়সালের শ্যালক টিপুকে আটক করার পর জিজ্ঞাসাবাদে জানা যায়, নরসিংদীতে তার এক বন্ধু রয়েছে, যার নামও ফয়সাল। শ্যুটার ফয়সালের ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল টিপুর ওই বন্ধু ফয়সালকে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে আটক ফয়সালের দেওয়া তথ্য অনুযায়ী দুটি বিদেশি পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, ফরেনসিক ও ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে—হাদির ওপর হামলায় উদ্ধারকৃত অস্ত্রের কোনোটি ব্যবহার করা হয়েছিল কি না।

সম্পর্কিত