বংশালে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বংশালে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
ছবি: চরচা

রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট করা বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার বংশালের সিক্কাটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযানে অংশ নেয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘অজেয় চার’ এর আজিমপুর সেনা ক্যাম্পের একটি টহলরত দল।

সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলগুলো চেক প্রজাতন্ত্রে তৈরি। এছাড়া একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। পরে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে জনগণের প্রতি অনুরোধ করেছে সেনাবাহিনী।

সম্পর্কিত