চরচা ডেস্ক

গাজার পশ্চিমাঞ্চলে একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাজার সিভিল ডিফেন্স কর্মীরা একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হয়েছিলেন। হামলায় ওই পরিবারের মোট ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যাদের ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজা উপত্যকাজুড়ে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনিদের খোঁজে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, একটি এক্সকাভেটরসহ সীমিত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েল বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে রেখেছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্যান্য এলাকাগুলোতেও ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

গাজার পশ্চিমাঞ্চলে একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাজার সিভিল ডিফেন্স কর্মীরা একটি বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হয়েছিলেন। হামলায় ওই পরিবারের মোট ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যাদের ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজা উপত্যকাজুড়ে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনিদের খোঁজে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে। সংস্থাটি জানিয়েছে, একটি এক্সকাভেটরসহ সীমিত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েল বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে রেখেছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্যান্য এলাকাগুলোতেও ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই আহ্বান বাংলাদেশের জন্য কল্পনা করাও ভুল বলে মন্তব্য করেন তিনি।