চরচা প্রতিবেদক

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় আগুনে পুড়ে গেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাস। শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
আজ রোববার ফায়ার সার্ভিসের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৩টা ২৮ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
পোস্টে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লেগেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় আগুনে পুড়ে গেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাস। শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
আজ রোববার ফায়ার সার্ভিসের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৩টা ২৮ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
পোস্টে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লেগেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।