চরচা ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের এই বিস্ফোরণের শব্দ প্রায় ছয় কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে।
কর্তৃপক্ষ তদন্ত শুরু করায় এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি নিরাপত্তা বেস্টনীর পেছনে থাকা একটি দগ্ধ গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বাতাসে উঠছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের এই বিস্ফোরণের শব্দ প্রায় ছয় কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে।
কর্তৃপক্ষ তদন্ত শুরু করায় এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি নিরাপত্তা বেস্টনীর পেছনে থাকা একটি দগ্ধ গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বাতাসে উঠছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।