এবার পাকিস্তানের রাজধানীতেও গাড়ি বিস্ফোরণ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবার পাকিস্তানের রাজধানীতেও গাড়ি বিস্ফোরণ
ইসলামাবাদে গাড়িতে বিস্ফোরণ হয়েছে। ছবি: ডনের সৌজন্যে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের এই বিস্ফোরণের শব্দ প্রায় ছয় কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে।

কর্তৃপক্ষ তদন্ত শুরু করায় এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি নিরাপত্তা বেস্টনীর পেছনে থাকা একটি দগ্ধ গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বাতাসে উঠছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্পর্কিত