গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
গাজীপুরে একরাতে তিন বাসে আগুন
ছবি: এআই দিয়ে বানানো

গাজীপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় পার্ক করা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভোগড়া আধুনিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময়ের কাছাকাছি শ্রীপুর উপজেলার বেরৈদচালা এলাকায় আরেকটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় আরেকদল দুর্বৃত্ত। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িটির আসনের কিছু অংশ পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, পেয়ারাবাগান এলাকার আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং শ্রীপুরের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সম্পর্কিত