চরচা ডেস্ক
নেপালে সরকারের দুর্নীতি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে তরুণেরা। সেই বিক্ষোভ এরই মধ্যে রূপ নিয়েছে সহিংসতায়। কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় চলছে সংঘর্ষ। নেপালি ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছে ১৪ জন। পার্লামেন্ট ভবন ও কূটনৈতিক এলাকায় জারি করা হয়েছে কারফিউ।
কাঠমান্ডুতে এ মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের সঙ্গে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টি কাল মঙ্গলবার। তবে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচটি নিয়ে চলছে অনিশ্চয়তা। সহিংস পরিস্থিতির কারণে বিকেল বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। হোটেল থেকে মাঠের উদ্দেশ্য বেরিয়েও মাঝপথে ফিরতে বাধ্য হয়েছে দল। বাফুফে অবশ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ দল টিম হোটেলে সুরক্ষিতই আছে। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের নিরাপত্তার ব্যাপারে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) সঙ্গে কথাও বলেছে বাফুফে। আনফা বাফুফেকে দলের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে।
বাংলাদেশের টিম ম্যানেজার আমের খান চরচাকে বলেছেন, ‘কাঠমান্ডুর পরিস্থিতি ভালো নয়। বিকেলে অনুশীলন বাতিল করতে হয়েছে। তবে আমরা হোটেলেই আছি, এখানেই খেলোয়াড়েরা ঘাম ঝরাচ্ছে। আনফার কর্মকর্তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তবে কালকে ম্যাচ আদৌ হবে কিনা, সেটি বুঝতে পারছি না।’
শনিবার নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
নেপালে সরকারের দুর্নীতি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে তরুণেরা। সেই বিক্ষোভ এরই মধ্যে রূপ নিয়েছে সহিংসতায়। কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় চলছে সংঘর্ষ। নেপালি ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছে ১৪ জন। পার্লামেন্ট ভবন ও কূটনৈতিক এলাকায় জারি করা হয়েছে কারফিউ।
কাঠমান্ডুতে এ মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের সঙ্গে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টি কাল মঙ্গলবার। তবে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচটি নিয়ে চলছে অনিশ্চয়তা। সহিংস পরিস্থিতির কারণে বিকেল বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। হোটেল থেকে মাঠের উদ্দেশ্য বেরিয়েও মাঝপথে ফিরতে বাধ্য হয়েছে দল। বাফুফে অবশ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ দল টিম হোটেলে সুরক্ষিতই আছে। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের নিরাপত্তার ব্যাপারে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) সঙ্গে কথাও বলেছে বাফুফে। আনফা বাফুফেকে দলের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে।
বাংলাদেশের টিম ম্যানেজার আমের খান চরচাকে বলেছেন, ‘কাঠমান্ডুর পরিস্থিতি ভালো নয়। বিকেলে অনুশীলন বাতিল করতে হয়েছে। তবে আমরা হোটেলেই আছি, এখানেই খেলোয়াড়েরা ঘাম ঝরাচ্ছে। আনফার কর্মকর্তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তবে কালকে ম্যাচ আদৌ হবে কিনা, সেটি বুঝতে পারছি না।’
শনিবার নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।