মাদুরোর সঙ্গে কথা হয়েছে: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাদুরোর সঙ্গে কথা হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের সঙ্গে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

স্থানীয় সময় রোববার আমেরিকার প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ট্রাম্প।

ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মাদুরোর সঙ্গে আলাপের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো- হ্যাঁ হয়েছে।”

এমন সময়ে মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়টি স্বীকার করলেন ট্রাম্প, যখন ভেনেজুয়েলা ঘিরে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি।

গত শনিবার ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথ ‘পুরোপুরি বন্ধ’ বিবেচনা করতে সব এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে আকাশসীমা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে ২০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এসব নৌযান ভেনেজুয়েলার বলেও দাবি করা হচ্ছে।

একই সঙ্গে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযান চালানোর অনুমোদনও দিয়েছেন।

তবে মাদক সংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে মাদুরো বলেছেন, ট্রাম্প তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান। ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সম্পর্কিত