চরচা ডেস্ক

সুদানের দারফুর অঞ্চলে আল-ফাশের শহরের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপে আরও মরদেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।
প্রায় দুই বছর ধরে দারফুরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে, যার প্রভাবে ওই অঞ্চলে তিন লাখের বেশি মানুষ সংকটের মধ্যে পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় আরব সম্প্রদায় ছাড়া অন্যান্যদের ওপর জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে। এই সহিংসতা সুদানের মানবিক সংকট আরও গভীর করেছে।

সুদানের দারফুর অঞ্চলে আল-ফাশের শহরের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপে আরও মরদেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।
প্রায় দুই বছর ধরে দারফুরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে, যার প্রভাবে ওই অঞ্চলে তিন লাখের বেশি মানুষ সংকটের মধ্যে পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় আরব সম্প্রদায় ছাড়া অন্যান্যদের ওপর জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে। এই সহিংসতা সুদানের মানবিক সংকট আরও গভীর করেছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।