চরচা ডেস্ক

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের অংশ হিসেবে এ আবেদন করা হয়। অভিযোগে বলা হয়েছে, জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলমান, তাই তারা দেশত্যাগে অক্ষম থাকবেন।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরকে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের অংশ হিসেবে এ আবেদন করা হয়। অভিযোগে বলা হয়েছে, জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলমান, তাই তারা দেশত্যাগে অক্ষম থাকবেন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।