রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন
রাজধানীতে সূত্রাপুরে বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুনে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখা দেয়।

ঘটনাস্থলের পাশেই ফায়ার স্টেশন থাকায় কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “ঘটনার সময় মাগরিবের নামাজ চলছিল, তাই রাস্তায় মানুষের ভিড় খুব কম ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত