রাজশাহী প্রতিনিধি

একটি চক্রে ‘কুপরামর্শে’ সরকার একই দিনে সংবিধান সংস্কারে গণভোট ও সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “দেশে এক নতুন জাগরণ তৈরি হয়েছে, যা আট-দলীয় জোটের মাধ্যমে দৃশ্যমান। জাতীয় নির্বাচনের আগেই সরকারকে গণভোট দিতে হবে এবং একটি চক্রের কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করার সরকারি সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে।”
আজ রোববার রাজশাহীর মাদরাসা মাঠে আট দলীয় জোটের উদ্যোগে আয়োজিত পাঁচ দফা দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই আট দলের জোট নতুন জাগরণ তৈরি করেছে। মানুষের মনে আশা সঞ্চার হয়েছে যে, নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে।
তিনি আরও বলেন, এবারের সংগ্রাম কোনো সাধারণ সংগ্রাম নয়, এটি হলো চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আট দলের বার্তা, এই জাগরণের বার্তা গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে হবে। এই আট দল আর আট দল থাকছে না, আমাদের সাথে আরও অনেক দল আসার আবেদন করছে। আমরা নতুন বাংলাদেশ চাই।”
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন্নবী।

একটি চক্রে ‘কুপরামর্শে’ সরকার একই দিনে সংবিধান সংস্কারে গণভোট ও সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “দেশে এক নতুন জাগরণ তৈরি হয়েছে, যা আট-দলীয় জোটের মাধ্যমে দৃশ্যমান। জাতীয় নির্বাচনের আগেই সরকারকে গণভোট দিতে হবে এবং একটি চক্রের কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করার সরকারি সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে।”
আজ রোববার রাজশাহীর মাদরাসা মাঠে আট দলীয় জোটের উদ্যোগে আয়োজিত পাঁচ দফা দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই আট দলের জোট নতুন জাগরণ তৈরি করেছে। মানুষের মনে আশা সঞ্চার হয়েছে যে, নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে।
তিনি আরও বলেন, এবারের সংগ্রাম কোনো সাধারণ সংগ্রাম নয়, এটি হলো চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আট দলের বার্তা, এই জাগরণের বার্তা গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে হবে। এই আট দল আর আট দল থাকছে না, আমাদের সাথে আরও অনেক দল আসার আবেদন করছে। আমরা নতুন বাংলাদেশ চাই।”
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন্নবী।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।