বসুন্ধরা এলাকায় দুর্বৃত্তের কিল ঘুষিতে আইনজীবীর মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বসুন্ধরা এলাকায় দুর্বৃত্তের কিল ঘুষিতে আইনজীবীর মৃত্যু
প্রতীকী ছবি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুর্বৃত্তের মারধরে আঘাতে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাঈম কিবরিয়া পেশায় একজন আইনজীবী ছিলেন। তিনি পাবনা সদরের চক জয়েনপুর গ্রামের বাসিন্দা।

নিহত আইনজীবীর মামা শামীম বলেন, “আমার ভাগিনা জজ কোর্টে আইনজীবী পেশায় জড়িত ছিলেন। গতরাতে আমরা জানতে পারি বসুন্ধরা আবাসিক এলাকায় তার প্রাইভেট কারের সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলে থাকা তিন-চারজন অজ্ঞাতনামা যুবক আমার ভাগিনাকে প্রাইভেটকার থেকে বের করে কিল ঘুষি মেরে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই।”

ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, স্বজনরা খবর পেয়ে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়।”

এসআই আরও জানান, নিহতের মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ নির্গত হচ্ছে, মুখে থেকে মাদক জাতীয় বস্তু ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম।

সম্পর্কিত