‘ভোট-বেহেশত প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়নি জামায়াত’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘ভোট-বেহেশত প্রসঙ্গে কোনো বক্তব্য দেয়নি জামায়াত’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: বাসস

ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়াকে সম্পৃক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বক্তব্য দেয়নি বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আজ সোমবার এক টেলিভিশন টকশোতে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে–এমন অভিযোগ সম্পূর্ণ অসত্য।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়–নূরুল কবীরের এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিহীন।

এ ছাড়া নূরুল কবীর ইসলামপ্রিয় মানুষকে ‘ইসলাম রক্ষার’ নামে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বার্তায় এসব দাবি করা হয়।

সম্পর্কিত