চরচা ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়কে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর।
স্থানীয় সময় সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
শশী থারুর বলেন, “দেশে হোক বা বিদেশে, আমি কোনোভাবেই মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না। তাই এই বিষয়টি আমাকে বিশেষভাবে ব্যথিত করেছে।”
তিনি আরও বলেন, “যেখানে অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত, যে আত্মপক্ষ সমর্থন করতে পারেনি, সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো; বিষয়টি আমার কাছে খুবই উদ্বেগজনক। যদিও অন্য দেশের বিচারব্যবস্থার অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আমার উচিত নয়, তবে এই রায়কে আমি ইতিবাচক কিছু হিসেবে দেখতে পারছি না। এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা।”
গতকাল সোমবার গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ড পেয়েছেন।
গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।
রায় ঘোষণার পর একে ‘একটি সাজানো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন হাসিনা।
তিনি বলেন, একটি সুষ্ঠু ট্রাইব্যুনালে অভিযোগকারীদের মুখোমুখি হতে তার কোনো ভয় নেই। তিনি অন্তর্বর্তী সরকারকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উত্থাপন করার আহ্বান জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়কে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর।
স্থানীয় সময় সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
শশী থারুর বলেন, “দেশে হোক বা বিদেশে, আমি কোনোভাবেই মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না। তাই এই বিষয়টি আমাকে বিশেষভাবে ব্যথিত করেছে।”
তিনি আরও বলেন, “যেখানে অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত, যে আত্মপক্ষ সমর্থন করতে পারেনি, সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো; বিষয়টি আমার কাছে খুবই উদ্বেগজনক। যদিও অন্য দেশের বিচারব্যবস্থার অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আমার উচিত নয়, তবে এই রায়কে আমি ইতিবাচক কিছু হিসেবে দেখতে পারছি না। এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা।”
গতকাল সোমবার গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ড পেয়েছেন।
গত বছরের ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।
রায় ঘোষণার পর একে ‘একটি সাজানো ট্রাইব্যুনালের সিদ্ধান্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন হাসিনা।
তিনি বলেন, একটি সুষ্ঠু ট্রাইব্যুনালে অভিযোগকারীদের মুখোমুখি হতে তার কোনো ভয় নেই। তিনি অন্তর্বর্তী সরকারকে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উত্থাপন করার আহ্বান জানিয়েছেন।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।