চরচা প্রতিবেদক

নরসিংদীতে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন।
জেলার সদর ও পলাশ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
এর মধ্যে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মালামাল পড়ে চারজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শিশু হাফেজ ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়ায় কাজেম আলী ভূঁইয়া মাটির ঘর ধসে চাপা পড়ে আহত হন। জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই উপজেলার ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন ভূমিকম্পের সময় মাঠ থেকে দৌঁড়ে ফেরার পথে রাস্তা থেকে নিচে লাফ দিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন বলে জানান স্থানীয়রা। তার পরিবার মরদেহ হাসপাতালে নেয়নি।
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে গাজকিতলা এলাকায় ফোরকান নামের এক ব্যক্তি গাছ থেকে পড়ে আহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হলে পথে তিনি মারা যান।
ভূমিকম্পে স্থাপনা ও শিল্পকারখানারও ক্ষয়ক্ষতি হয়েছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সাবস্টেশনের একাধিক প্রোডাকশন ট্রান্সফরমার ভেঙে পড়েছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রোডাকশন ভূমিকম্পের কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।
অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউসসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

নরসিংদীতে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন।
জেলার সদর ও পলাশ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
এর মধ্যে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মালামাল পড়ে চারজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শিশু হাফেজ ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়ায় কাজেম আলী ভূঁইয়া মাটির ঘর ধসে চাপা পড়ে আহত হন। জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই উপজেলার ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন ভূমিকম্পের সময় মাঠ থেকে দৌঁড়ে ফেরার পথে রাস্তা থেকে নিচে লাফ দিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন বলে জানান স্থানীয়রা। তার পরিবার মরদেহ হাসপাতালে নেয়নি।
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে গাজকিতলা এলাকায় ফোরকান নামের এক ব্যক্তি গাছ থেকে পড়ে আহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হলে পথে তিনি মারা যান।
ভূমিকম্পে স্থাপনা ও শিল্পকারখানারও ক্ষয়ক্ষতি হয়েছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সাবস্টেশনের একাধিক প্রোডাকশন ট্রান্সফরমার ভেঙে পড়েছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার ইউরিয়া প্রোডাকশন ভূমিকম্পের কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।
অপরদিকে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউসসহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।