চরচা ডেস্ক

এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষটাকে রাঙালো বাংলাদেশ। মঙ্গলবার ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে এসেছে ৪–১ গোলের জয়। ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে বাংলাদেশ ঝড় বইয়ে দেয় এর পরপরই। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে আদায় করে নেয় চার–চারটি গোল। ইতালির সিরি ‘৪’ এ খেলা ফাহমিদুল ইসলাম গোলের খাতা খোলেন। বাকি তিনটি গোল আল আমিন, মহসিন ও অধিনায়ক শেখ মোরছালিনের।
গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভিয়েতনাম ও ইয়েমেন। ভিয়েতনামের বিপক্ষে ২–০ গোলে হারের পর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে শেষ মুহূর্তের গোলে।
গত দুটি অনূর্ধ্ব–২৩ বাছাইপর্বে একটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। এবার দল সম্ভাবনাময় হলেও প্রথম দুই ম্যাচের হার ছিল হতাশার। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরছে

এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষটাকে রাঙালো বাংলাদেশ। মঙ্গলবার ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে এসেছে ৪–১ গোলের জয়। ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে বাংলাদেশ ঝড় বইয়ে দেয় এর পরপরই। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে আদায় করে নেয় চার–চারটি গোল। ইতালির সিরি ‘৪’ এ খেলা ফাহমিদুল ইসলাম গোলের খাতা খোলেন। বাকি তিনটি গোল আল আমিন, মহসিন ও অধিনায়ক শেখ মোরছালিনের।
গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভিয়েতনাম ও ইয়েমেন। ভিয়েতনামের বিপক্ষে ২–০ গোলে হারের পর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে শেষ মুহূর্তের গোলে।
গত দুটি অনূর্ধ্ব–২৩ বাছাইপর্বে একটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। এবার দল সম্ভাবনাময় হলেও প্রথম দুই ম্যাচের হার ছিল হতাশার। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরছে

জীবদ্দশায় এই কিংবদন্তীর সবচেয়ে বড় অর্জনের ২ টা হলো তার অহিংস প্রতিবাদের ডাকে আমেরিকার সংবিধানে ২৪তম সংশোধনীর অনুমোদন হয় যার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকারের ওপর আরোপিত কর বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয়টি হলো ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইন (Civil Rights Act) পাস করা হয়।

সিআইডি জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই দুই সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিক্রি করত।