সিঙ্গাপুরকে ৪ গোলে হারাল অনূর্ধ্ব–২৩ দল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সিঙ্গাপুরকে ৪ গোলে হারাল অনূর্ধ্ব–২৩ দল
প্রথম গোলের পর ফাহমিদুলকে নিয়ে সতীর্থদের উল্লাস।

এএফসি অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শেষটাকে রাঙালো বাংলাদেশ। মঙ্গলবার ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে এসেছে ৪–১ গোলের জয়। ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে বাংলাদেশ ঝড় বইয়ে দেয় এর পরপরই। ৭০ থেকে ৮২ মিনিটের মধ্যে আদায় করে নেয় চার–চারটি গোল। ইতালির সিরি ‘৪’ এ খেলা ফাহমিদুল ইসলাম গোলের খাতা খোলেন। বাকি তিনটি গোল আল আমিন, মহসিন ও অধিনায়ক শেখ মোরছালিনের।

গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিল স্বাগতিক ভিয়েতনাম ও ইয়েমেন। ভিয়েতনামের বিপক্ষে ২–০ গোলে হারের পর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে শেষ মুহূর্তের গোলে।

গত দুটি অনূর্ধ্ব–২৩ বাছাইপর্বে একটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। এবার দল সম্ভাবনাময় হলেও প্রথম দুই ম্যাচের হার ছিল হতাশার। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরছে

সম্পর্কিত