রংপুর–৪ আসনে আখতারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রংপুর–৪ আসনে আখতারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
এ টি এম আজম খান ও আখতার হোসেন। ছবি: বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান।

আজ সোমবার বিকেলে টেলিফোনে স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন আজম খান নিজেই। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, “দলের কেন্দ্রীয় কমিটি ও জোটের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি... আলহামদুলিল্লাহ। দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটসঙ্গী এনসিপির আখতার হোসেনের প্রতি আমার এবং আমাদের দলের সমর্থন অব্যাহত থাকবে।“

এ টি এম আজম খান জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। পাশাপাশি তিনি পীরগাছা উপজেলার মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রংপুর-৪ আসনটি কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার জয়ী হয়েছে। এবারের নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতার হোসেন, যিনি মধুপুর গ্রামের বাসিন্দা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনার মধ্য দিয়ে আখতার হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাতাও।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পুলিশি দমন-পীড়নের মধ্যেও আপসহীন অবস্থানের জন্য পরিচিত। এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তরুণ রাজনীতিক।

সম্পর্কিত