ধোলাইপাড়ে যাত্রী নামানোর সময় বাসে আগুন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ধোলাইপাড়ে যাত্রী নামানোর সময় বাসে আগুন
ছবি: এআই দিয়ে বানানো

রাজধানীর ধোলাইপাড়ে ফেইম কোম্পানির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি শরীয়তপুর থেকে ছেড়ে এসে ধোলাইপাড়ে যাত্রী নামাচ্ছিল। সে সময় পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চরচাকে এ তথ্য নিশ্চিত করেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ধোলাইপাড় মোড়ে পৌঁছায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে দেশে গণপরিবহণ চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে টার্মিনালগুলো পাহারা দেবে শ্রমিকরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এই তথ্য জানিয়েছে।

সম্পর্কিত