চরচা প্রতিবেদক

জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, তারা এ বিষয়ে সরকারকেত চিঠি দেবে।
আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, “আরপিও সংশোধনে অনেকগুলো বিষয়ে আমরা সম্মত হয়েছিলাম। তবে ২০/১ উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন, এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এমন হলে ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না।”
একতরফাভাবে আরপিও সংশোধনী পাস হয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, “বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি (আরপিও সংশোধনী) পুনর্বিবেচনা করার আহ্বান জানাই।”
এ সময় বিষয়টিতে আপত্তি জানিয়ে বিএনপি চিঠি দেবে বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন সালাহউদ্দিন।
আসন্ন নির্বাচনে বিএনপি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। কিন্তু বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটি দেখতে অপেক্ষা করতে হবে। তবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, তারা এ বিষয়ে সরকারকেত চিঠি দেবে।
আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, “আরপিও সংশোধনে অনেকগুলো বিষয়ে আমরা সম্মত হয়েছিলাম। তবে ২০/১ উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন, এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এমন হলে ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না।”
একতরফাভাবে আরপিও সংশোধনী পাস হয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, “বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটি (আরপিও সংশোধনী) পুনর্বিবেচনা করার আহ্বান জানাই।”
এ সময় বিষয়টিতে আপত্তি জানিয়ে বিএনপি চিঠি দেবে বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন সালাহউদ্দিন।
আসন্ন নির্বাচনে বিএনপি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। কিন্তু বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটি দেখতে অপেক্ষা করতে হবে। তবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।