চরচা ডেস্ক

রঙের জাদু, কল্পনার বিস্তার আর নান্দনিক ইন্টেরিয়রের অনন্য মেলবন্ধন নিয়ে গত ৯ জানুয়ারি ঢাকার আলোকিতে প্রদর্শন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নতুন উদ্যোগ ‘হারিয়ে গিয়েছি বাই বার্জার ইলিউশন্স’। সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই প্রদর্শনীতে দর্শকদের সামনে তুলে ধরা হয় ইন্টেরিয়র ডিজাইনে রঙের সৃজনশীল ও মন-ছোঁয়া ব্যবহার।
প্রদর্শনীতে বিশেষভাবে স্থান পেয়েছে বার্জার ইলিউশন্সের একাধিক অনন্য নকশা, যা তৈরি হয়েছে দেশের তিনজন পরিচিত সৃজনশীল ব্যক্তিত্বের যৌথ উদ্যোগে—স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ফ্যাশন ডিজাইনার সারা করিম এবং সংগীতশিল্পী ও শিল্পী অর্ণব। তাদের ভাবনা ও নকশায় ফুটে উঠেছে—রঙ কীভাবে ঘরের পরিবেশকে প্রাণবন্ত করে, মানসিক স্বস্তি আনে এবং সৃজনশীলতাকে উসকে দেয়।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন তারেক এ সময় উপস্থিত ছিলেন।
‘হারিয়ে গিয়েছি’ ক্যাম্পেইনটি কেবল হারিয়ে যাওয়ার অনুভূতি নয়—বরং রঙ ও কল্পনার ভেতর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প বলে। বক্তব্যে রূপালী চৌধুরী বলেন, “‘হারিয়ে গিয়েছি’ক্যাম্পেইনের মাধ্যমে বার্জার রঙকে শুধু দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। আমরা বিশ্বাস করি, সুন্দর ইন্টেরিয়র মানুষের মন ভালো রাখতে এবং জীবনকে আরও আনন্দময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এই আয়োজনের মাধ্যমেই যাত্রা শুরু করেছে বার্জার প্রিভিলেজ কার্ড। অনুষ্ঠানের অতিথিরাই এর প্রথম গ্রাহক হন। কার্ডটির মাধ্যমে বার্জার এক্সপেরিয়েন্স জোনে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাওয়া যাবে; ভবিষ্যতে অংশীদার প্রতিষ্ঠানের সুবিধাও যুক্ত হবে।
অনুষ্ঠানের শেষভাগে প্রদর্শিত হয় ক্যাম্পেইনের ভিডিও কনটেন্ট, যেখানে অর্ণবের নতুনভাবে তৈরি করা জনপ্রিয় গান ‘হারিয়ে গিয়েছি’ ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে, এই প্রদর্শনী বার্জারের সৃজনশীলতা, নতুন ভাবনা ও মানুষের মানসিক স্বাচ্ছন্দ্যের প্রতি অঙ্গীকারকে আরও একবার স্পষ্টভাবে তুলে ধরেছে।

রঙের জাদু, কল্পনার বিস্তার আর নান্দনিক ইন্টেরিয়রের অনন্য মেলবন্ধন নিয়ে গত ৯ জানুয়ারি ঢাকার আলোকিতে প্রদর্শন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নতুন উদ্যোগ ‘হারিয়ে গিয়েছি বাই বার্জার ইলিউশন্স’। সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই প্রদর্শনীতে দর্শকদের সামনে তুলে ধরা হয় ইন্টেরিয়র ডিজাইনে রঙের সৃজনশীল ও মন-ছোঁয়া ব্যবহার।
প্রদর্শনীতে বিশেষভাবে স্থান পেয়েছে বার্জার ইলিউশন্সের একাধিক অনন্য নকশা, যা তৈরি হয়েছে দেশের তিনজন পরিচিত সৃজনশীল ব্যক্তিত্বের যৌথ উদ্যোগে—স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ফ্যাশন ডিজাইনার সারা করিম এবং সংগীতশিল্পী ও শিল্পী অর্ণব। তাদের ভাবনা ও নকশায় ফুটে উঠেছে—রঙ কীভাবে ঘরের পরিবেশকে প্রাণবন্ত করে, মানসিক স্বস্তি আনে এবং সৃজনশীলতাকে উসকে দেয়।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন তারেক এ সময় উপস্থিত ছিলেন।
‘হারিয়ে গিয়েছি’ ক্যাম্পেইনটি কেবল হারিয়ে যাওয়ার অনুভূতি নয়—বরং রঙ ও কল্পনার ভেতর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প বলে। বক্তব্যে রূপালী চৌধুরী বলেন, “‘হারিয়ে গিয়েছি’ক্যাম্পেইনের মাধ্যমে বার্জার রঙকে শুধু দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। আমরা বিশ্বাস করি, সুন্দর ইন্টেরিয়র মানুষের মন ভালো রাখতে এবং জীবনকে আরও আনন্দময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এই আয়োজনের মাধ্যমেই যাত্রা শুরু করেছে বার্জার প্রিভিলেজ কার্ড। অনুষ্ঠানের অতিথিরাই এর প্রথম গ্রাহক হন। কার্ডটির মাধ্যমে বার্জার এক্সপেরিয়েন্স জোনে বিশেষ ছাড়সহ নানা সুবিধা পাওয়া যাবে; ভবিষ্যতে অংশীদার প্রতিষ্ঠানের সুবিধাও যুক্ত হবে।
অনুষ্ঠানের শেষভাগে প্রদর্শিত হয় ক্যাম্পেইনের ভিডিও কনটেন্ট, যেখানে অর্ণবের নতুনভাবে তৈরি করা জনপ্রিয় গান ‘হারিয়ে গিয়েছি’ ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে, এই প্রদর্শনী বার্জারের সৃজনশীলতা, নতুন ভাবনা ও মানুষের মানসিক স্বাচ্ছন্দ্যের প্রতি অঙ্গীকারকে আরও একবার স্পষ্টভাবে তুলে ধরেছে।

সম্মেলনে ২০২৫ সালের সফলতার চিত্র তুলে ধরে প্রধান অতিথি মো. আনোয়ারুল হক জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও গত বছর ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ হয়েছে । তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সুশাসন ও সদিচ্ছার মাধ্যমে খেলাপি ঋণের হার সহনীয় মাত্রায় নামিয়ে আনা ব্যাংকের জন্য একটি বড় সাফল্য।